নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনে উপজেলার আগ্রাদ্বিগুণ বিওপির বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ২৫৬-এর সাব-পিলার ৯-এর কাছে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
করোনার কারণে স্বল্পপরিসরে গত রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। ওপার বাংলার বিএসএফের ১২২ ব্যাটালিয়নের অন্তর্গত জলঘর ও হরিবংশপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলায় বিএসএফ তাদের কাঁটাতারের দরজা খুলে দেয়। ভারতের হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্বের কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। মিলনমেলায় দুই বাংলার কয়েক জেলার লোকজনের সমাগম ঘটে। বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রাজশাহী জেলার হাজার হাজার মানুষ মেলায় যান। ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলাদেশের কোনো লোক ভারতে প্রবেশ করতে পারেনি।