News71.com
 Bangladesh
 19 Jan 21, 07:35 PM
 699           
 0
 19 Jan 21, 07:35 PM

সিরাজগঞ্জ মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও বগুড়া মহাসড়কের অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের দুইটি লেনেই হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই এ মহাসড়কে কখনো যানজট আবার কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করছিল। দুপুরের পর থেকে এর তীব্রতা বাড়তে থাকে ধীরে ধীরে যানজটের বিস্তৃতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা মোড়, হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

 

বিকেলে সরেজমিনে ঝাঐল ওভারব্রিজ ও বাগবাড়ী, কোণাবাড়ি এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দিনভরই এ মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী সাধারণকে। হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মাঝেমধ্যে কিছুটা ধীরগতিতে চলাচল করলেও বেশিরভাগ সময়ই যানজট লেগে ছিল। বিকেল থেকে যানজট আরও বেড়ে চলেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন