News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:13 AM
 722           
 0
 28 Jan 21, 12:13 AM

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।। স্বামী আটক

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।। স্বামী আটক

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিউটি সাধু (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মাগুরা এলাকার নিজেদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত গৃহবধূ বিউটি সাধু ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খার মেয়ে। তার স্বামী সাধন সাধু মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিউটি সাধুর মামাতো ভাই কনক বিশ্বাস জানান, তার দুলাভাই স্কুলশিক্ষক সাধন সাধুর সঙ্গে অন্য একটি মেয়ের পরকিয়ার সম্পর্ক রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। 

 

এরই জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময় তার দুলাভাই সাধন সাধু তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর এই হত্যাকে তারা আত্মহত্যা বলে প্রচার করে। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সদর থানার পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করেন। নিহত বিউটি সাধুর ৪ বছরের একটি ছেলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন