নিউজ ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ও জগতধাত্রী দেবীর মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার বাঁকাপুর গ্রামের কালু মিয়ার খড়ের পালার মধ্যে থাকা এই মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটলিয়ন। বৃহস্পতিবার দুপুরে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।