News71.com
 Bangladesh
 19 Mar 21, 12:51 PM
 98           
 0
 19 Mar 21, 12:51 PM

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩॥

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩॥

নিউজ ডেস্কঃ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর হাইলাঘাটি এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার ভোররাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দ্বারিয়ারপুর উত্তরপাড়ার আজগড় আলীর ছেলে সাকিব (১৭), একই গ্রামের আজাদের ছেলে রাশেদুল (২৬) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজি চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সিএনজিটি নওগাঁ মাজারের দিকে যাচ্ছিল। মহাসড়কের শাহজাদপুর হাইলাঘাটি এলাকায় পৌঁছলে রাস্তা খারাপের জন্য সিএনজিটি একটু টার্ন নেয়। এসময় পিছন থেকে একটি ট্রাক সজোরে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্বার করে রাতেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন