News71.com
 Bangladesh
 19 Apr 21, 12:31 PM
 661           
 0
 19 Apr 21, 12:31 PM

পাবনার ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩।। আহত ৬

পাবনার ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩।। আহত ৬

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ১১ টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, রোববার রাতে লক্ষীকুণ্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও বেপারীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন