News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:28 PM
 686           
 0
 20 Apr 21, 03:28 PM

বগুড়ার শেরপুরে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু।।

বগুড়ার শেরপুরে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে গিয়ে পরমা চন্দ্র (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরমা ওই গ্রামের শ্রী রক্তিম চন্দ্রের মেয়ে।

জানা যায়, বিশালপুর ইউনিয়নের পেঁচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পরমা চন্দ্র সাঁতার জানতো না। তাই বাড়ির পাশের একটি জলাশয়ে সোমবার দুপুরে সাঁতার শিখতে নামে সে। একপর্যায়ে জলাশয়ের পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে নামে। অনেক খোঁজাখুঁজির পর পরমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন