নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল ব্রিজ এলাকায় ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে আব্দুর রশিদ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ নওগাঁ সদর উপজেলার খয়রাবাজ এলাকার বাসিন্দা। আহতরা হলেন ট্রাক্টরচালক নওগাঁর এনায়েতপুর এলাকার সিরাজ (৩৩), শ্রমিক রনি (২১), আসলাম (৪৫) ও মোটরসাইলে আরোহী বগুড়ার আদমদীঘি উপজেলার আল জিলানী রাব্বি (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইন্দইল ব্রিজের পশ্চিমে নওগাঁ থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক অভারটেক করার সময় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি খাদে পড়ে যায় ও ট্রাক্টরের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক্টরচালক ও মোটরসাইকেল আরোহীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাক্টর শ্রমিক রশিদের মৃত্যু হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ট্রাকচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।