News71.com
 Bangladesh
 20 May 21, 06:56 PM
 648           
 0
 20 May 21, 06:56 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছাল।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছাল।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দুমাস পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ আগস্ট।বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৬ আগস্ট সি ইউনিট, ১৭ আগস্ট এ ইউনিট ও ১৮ আগস্ট বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন