News71.com
 Bangladesh
 27 May 21, 11:29 PM
 639           
 0
 27 May 21, 11:29 PM

রামেকে চাঁপাইনবাবগঞ্জের ৪ করোনা রোগীর মৃত্যু।।

রামেকে চাঁপাইনবাবগঞ্জের ৪ করোনা রোগীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা রোগীর সংখ্যা। কেবল এক রাতেই চার জনের মৃত্যু হয়েছে। তাদের সবার গ্রামের বাড়ি ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বুধবার (২৬ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের চারজনেরই গ্রামের বাড়ি করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জে। এদের মধ্যে একজন করোনা রোগী ছিলেন এবং তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে দুই জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে বাকি দুই জন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন