News71.com
 Bangladesh
 29 Jun 21, 12:14 PM
 569           
 0
 29 Jun 21, 12:14 PM

ভিডিও ভাইরালের পর বিদেশি পিস্তুলসহ আটক রাজশাহীর ৩ যুবক॥

ভিডিও ভাইরালের পর বিদেশি পিস্তুলসহ আটক রাজশাহীর ৩ যুবক॥

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিদেশি পিস্তুলসহ সেই তিন যুবককে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। রোববার (২৭ জুন) বিভিন্ন সময় অভিযান চালিয়ে মহানগর ও জেলার গোদাগাড়ী উপজেলা থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৮) জুন বিকেলে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকরা হলেন- মহানগরীর দাশপুকুর মহল্লার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিন (৪০), একই মহল্লার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ের রবিউল ইসলামের ছেলে পিটার হোসেন (২৮)। তাদের কাছ থেকে পুলিশ ম্যাগজিনসহ সেই বিদেশি পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ২৭ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। পরে তার নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ও উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন। এরপর গত বিকেলেই অভিযান চালিয়ে সাগরপাড়া থেকে সেলিম মুর্শেদ শাফিনকে আটক করে। এ সময় শাফিন জানাশ ভাইরাল হওয়া ভিডিওটি নিলয় নামের এক যুবক গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন