News71.com
 Bangladesh
 30 Jun 21, 06:18 PM
 580           
 0
 30 Jun 21, 06:18 PM

রাজশাহী মহানগরীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২॥

রাজশাহী মহানগরীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২॥

নিউজ ডেস্কঃ নগরীর ডাসপুকুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন মারা গেছেন। বুধবার (৩০ জুন) দুপুর সোয়া একটার দিকে মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দামপুকুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।নিহত দুই জন হলেন- জয়নাল ও সাবেক বিএনপি নেতা শফিকুল। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের বেশীরভাগের আঘাত মাথায়। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন