News71.com
 Bangladesh
 06 Jul 21, 09:20 PM
 486           
 0
 06 Jul 21, 09:20 PM

নওগাঁর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক॥  

নওগাঁর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক॥   

নিউজ ডেস্কঃ নওগাঁর সাপাহার সীমান্তে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাদের আটক করে থানায় হস্তান্তর করে বিজিবি। নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল কবির বলেন, দুপুরে সাপাহার সীমান্ত দিয়ে ৫ জন নারী ও ৩ জন পুরুষ ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। টের পেয়ে সেখানে অবস্থানরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদের পর যানা যায় সম্প্রতি তারা ভারতীয় কারাগারে বিভিন্ন মামলায় সাজা খেটে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আল মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। যেহেতু তারা ভারত থেকে এসেছে এজন্য প্রথমে তাদের সবাইকে হাসপাতাল নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাদের ১৪ দিনের জন্য স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন