নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া এ বাই সাইকেলগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ এ্যাসোসিয়েশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র, সহসভাপতি আবুল কালাম দফাদারসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।