News71.com
 Bangladesh
 07 Jul 21, 10:56 PM
 558           
 0
 07 Jul 21, 10:56 PM

বগুড়ার সোনাতলায় গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ॥  

বগুড়ার সোনাতলায় গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ॥   

নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া এ বাই সাইকেলগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ এ্যাসোসিয়েশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র, সহসভাপতি আবুল কালাম দফাদারসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন