নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন ১৮ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে মারা গেছেন আটজন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ এবং পাঁচজন নারী। এদের মধ্যে পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের রয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে সাত জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া নাটোরের চারজন, পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে রোগী রয়েছেন।