News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:09 PM
 576           
 0
 13 Jul 21, 11:09 PM

নাটোরের সিংড়ায় ঘরে বসেই ক্লাস করছে প্রাথমিকের ৩০০শিক্ষার্থী॥  

নাটোরের সিংড়ায় ঘরে বসেই ক্লাস করছে প্রাথমিকের ৩০০শিক্ষার্থী॥   

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় চলতি বছরের মে মাস থেকে গুগল মিট ব্যবহার করে অনলাইন ভিত্তিক পাঠদানের কার্যত্রম শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলা শিক্ষা অফিস। স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই গুগল মিটে যুক্ত হয়ে ক্লাস করছে উপজেলার ২১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ৩'শ শিক্ষার্থী।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১১৫ জন শিক্ষক কর্মরত আছেন এবং তাদের গুগল মিট প্রশিক্ষণের আওতায় এনে ৮টি ক্লাষ্টারের শিক্ষকদের ৪৫ থেকে ৫০টি সাব-এ ভাগ করে গুগল মিটে প্রতিনিয়ত পাঠদান কার্যক্রম চলমান আছে। উপজেলার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী হুজাইফার অভিভাবক মো. হাফিজুর রহমান বলেন, স্কুল বন্ধ থাকায় আমার ছেলে পড়ালেখার মনোযোগ হারিয়ে ফেলেছিল। গুগল মিটে নিয়মিত ক্লাস করায় এখন নিয়মিত পড়ালেখা করছেন। আমরা শিক্ষা অধিদপ্তরের এই কার্যক্রমকে স্বাগত জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন