News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:42 PM
 710           
 0
 24 Jul 21, 11:42 PM

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনা॥ ২ ভাই নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনা॥ ২ ভাই নিহত

নিউজ ডেস্কঃ নওগাঁয়ের পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মধইল থেকে নজিপুর যাওয়ার পথে জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে মধইল থেকে নজিপুর আসছিলেন দুই ভাই অলিত ও সুভাষ। পথে পত্নীতলার জলকার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অলিত নিহত হন। স্থানীয়রা সুভাষকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক। পরে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যৃ তারও মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই ভাইয়ের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন