নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগীয় কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৫৩ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী। সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ছয় জন নারী ছিলেন। এছাড়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর ও কুষ্টিয়া জেলার একজন করে রোগী ছিলেন। এর মধ্যে রাজশাহীর চার জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের একজন করে ও কুষ্টিয়া জেলার একজন মিলিয়ে মোট আট জন জন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয় জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের নমুনা পরীক্ষা হয়নি।