News71.com
 Bangladesh
 30 Jul 21, 09:02 PM
 524           
 0
 30 Jul 21, 09:02 PM

বগুড়ায় একদিনে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু॥

বগুড়ায় একদিনে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ২২৯ জন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শামসুল হক (৬০), সদর উপজেলার তাহমিনা খাতুন (৪৭), আ. মতিন (৬০), মইনুল ইসলাম (৭০), সারিয়াকান্দি উপজেলার রুবি বেগম (৫০), কাহালু উপজেলার হাজেরা বেগম (৪৫), লাইলী বেগম (৫৬), সোনাতলা উপজেলার মোজাহার আলী (৫৫) এবং রফিকুল ইসলাম (৬৫)। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৭ জন, এন্টিজেন পরীক্ষায় ১৫৪ জনের মধ্যে ৪৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯টি নমুনার মধ্যে ১৮ জনসহ মোট ১৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৮ জন। এছাড়া নতুন নয় জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৭১৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন