News71.com
 Bangladesh
 01 Aug 21, 01:46 PM
 770           
 0
 01 Aug 21, 01:46 PM

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩॥

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩॥

নিউজ ডেস্কঃ পাবনার নগরবাড়ি-পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ সিএনজি চালক নিহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় মাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে পাবনা-নগরবাড়ী সড়কের দ্বাড়িয়াপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাশিনাথপুরমুখী সিএনজি ও পাবনা মুখী করিমনের মধ্যে সংঘর্ষে সিএনজি ধুমড়ে মুচরে যায়। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের মা ও দুই মেয়ের মধ্যে দুই মাস বয়সি আয়শা খাতুন ও অজ্ঞাতপরিচয় সিএনজি চালক (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সিনথিয়া (৭) ও মা বিলকিসকে হাসপাতালে নেওয়ার পথে সিনথিয়া মারা যায়। নিহত আয়শা ও সিনথিয়ার বাড়ি সুজানগরের আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তার বাবার নাম সবুজ হোসেন। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন