News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:49 PM
 793           
 0
 02 Aug 21, 10:49 PM

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু॥

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু॥

v

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ১৮ জন। সোমবার (২ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পজিটিভ ছিলেন সাতজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দু'জন ও পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ ও ছয়জন নারী ছিলেন। এর মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দু'জনের, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে আটজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে এই নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মোট ৫৩১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত জুনে মারা গেছেন ৩৬৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন