News71.com
 Bangladesh
 04 Aug 21, 09:58 PM
 763           
 0
 04 Aug 21, 09:58 PM

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ তিন ভাই আটক॥

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ তিন ভাই আটক॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বারঘরিয়া বাইশপুতুল মন্দিরের পাশে মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সবুর আলী (৩০) ও মো. সোহাগ আলী (২৭)।র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ ও ূ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন