নিউজ ডেস্কঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খাদে পড়ে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনটি শিশুসহ পাঁচজন। আজ রোববার (৮ আগস্ট) দুপুরের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন তিনটি শিশুসহ ছয়জন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। তবে পিকআপভ্যান যাত্রীদের মধ্যে কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ ছিলেন এবং তারা গাড়িটি ভাড়া করে ঢাকায় যাচ্ছিল বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ও গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।