নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে পাঁচজনসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
শামীম ইয়াজদানী জানান, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, মেহেরপুরের একজন এবং নাটোরে দু’জন ও নওগাঁর দু’জন রয়েছেন। শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৬১ জন রোগী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে মোট ২৪৪ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।