News71.com
 Bangladesh
 19 Aug 21, 07:39 PM
 538           
 0
 19 Aug 21, 07:39 PM

নওগাঁয় আড়াই মণ গাঁজাসহ আটক ২॥

নওগাঁয় আড়াই মণ গাঁজাসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ নওগাঁয় আড়াই মণ (১০০ কেজি) গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প। আটকরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে শাহজালাল। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তারা কাভার্ডভ্যানে মাদক নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আটক দু’জনের নামে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন