নিউজ ডেস্কঃ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় চার জন ও উপসর্গ নিয়ে আরও সাত জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ উল হক। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
সাজ্জাদ উল হক জানান, করোনায় মৃতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার মাজেদা বেগম (৫৫), গাবতলী উপজেলার মাহবুবুর রহমান (৬২) এবং সদর উপজেলার সান্ত্বনা খাতুন (৩৪)। এছাড়া বাকি একজন অন্য জেলার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে।