News71.com
 Bangladesh
 24 Aug 21, 11:36 AM
 734           
 0
 24 Aug 21, 11:36 AM

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতি॥ আহত বেশ কয়েকজন যাত্রী

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতি॥ আহত বেশ কয়েকজন যাত্রী

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-কানসাট সড়কের ফলিমারি বিল এলাকায় বেশ কয়েকটি গণপরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ। তিনি জানান, ‌'সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চাঁপাই, জমজম, মিন্টু এবং সাথী পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ভটভটিতে করে ১৫-১৬ জন মুখোশধারী দুর্বৃত্ত লোহার রড, লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাসগুলোর গতিরোধ করে। গাড়ির স্টাফদের মারধর করে যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোনসহ নারীদের স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ডাকাতরা।‌' ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্তের পাশাপাশি এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে বলেও জানান এসআই হানিফ। এস আই হানিফ জানান, ডাকাত দল মুহূর্তেই এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন