News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:42 PM
 676           
 0
 04 Sep 21, 11:42 PM

বগুড়ার ধুনটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২॥  

বগুড়ার ধুনটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২॥   

নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৫) ও কড়িতলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল মোমিন (৩৭)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেন, আব্দুল মোমিন ও অপর এক ব্যক্তি মোটরসাইকেলে করে সারিয়াকান্দির কুতুবপুর এলাকা থেকে ধুনট উপজেলার দিকে যাচ্ছিলেন। বড়িয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন