News71.com
 Bangladesh
 16 Sep 21, 11:34 AM
 850           
 0
 16 Sep 21, 11:34 AM

রামেকের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু॥

রামেকের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছিল। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকি ছয়জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন ও নওগাঁর দুজন ও পাবনার একজন রোগী ছিলেন। আর মৃত ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছে হাসপাতালের এ করোনা ইউনিটে। শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪০ বেডের বিপরীতে ১২২ জন রোগী ভর্তি ছিলেন। এদিকে, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর দু'টি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৪৫২ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন