নিউজ ডেস্কঃ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় রাস্তা ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক। তিনি জানান, নগর ভবন থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড, বর্ণালী মোড়, রাজিব চত্বর, ফায়ার ব্রিগেড, লালনশাহ মুক্ত মঞ্চ এলাকা হয়ে পুনরায় ফায়ার ব্রিগেড, বর্ণালী মোড়, ফিসারী গেট, ক্যান্টনমেন্ট গেট খ্রিস্টান পাড়া, তেরখাদিয়া পশ্চিমপাড়া, তেরখাদিয়া ডাবতলা হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীরা।