নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজটের প্রভাবে আন্তঃজেলা পরিবহনগুলো সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে যাতায়াত করছে। সোমবার (১ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের নলকা সেতুকে কেন্দ্র করে উভয় পাশে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। দুপুর গড়াতেই যানজটের তীব্রতা বাড়তে থাকে। ধীরে ধীরে নলকা সেতুর পূর্ব পাশে ঝাঐল ওভার ব্রিজ ও সেতুর পশ্চিম দিকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নলকা সেতুর ওপর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ করে গাড়ি ছাড়তে হচ্ছে। ফলে প্রচুর গাড়ির চাপ সৃষ্টি হয়ে যানজট হচ্ছে। বিকেলের মধ্যে সেতুর সংস্কার কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান সালেক বলেন, উত্তরবঙ্গমুখী লেনে গাড়ির একটু বেশি চাপ রয়েছে। এ কারণে সকাল থেকে কখনো ধীরগতি আবার কখনো প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে কারজ করছে।