নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কালাম আজাদ নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। সোমবার (২৯ নভেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবুল কালাম আজাদ পুলিশের উপ-পরিদর্শক (এসআই), সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাঁচপুংগলী গ্রামে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ নভেম্বর) তৃতীয় দফা ইউপি নির্বাচনে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এসআই আবুল কালাম আজাদ। নির্বাচন শেষে সন্ধ্যার দিকে ভোটগণনা চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।