News71.com
 Bangladesh
 30 Nov 21, 08:12 PM
 758           
 0
 30 Nov 21, 08:12 PM

৪৭ বছর পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দখল পেল আওয়ামী লীগ॥

৪৭ বছর পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দখল পেল আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ ব্রিটিশ আমলের মিউনিসিপালিটিগুলির একটি। আয়তন ও জনসংখ্যার নিরিখে এটি বর্তমানে দেশের প্রথম শ্রেণির পৌরসভা। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। প্রথম শ্রেনীর পৌরসভা হলেও এটি উন্নয়ন ও নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা একটি পৌরসভা। এর আগে ১৯৭৪ সালে আওয়ামী লীগের প্রয়াতনেতা সিরাজুল ইসলাম সনি মিয়া তৎকালীন পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর জাতীর জনককে স্বপরিবারে হত্যার পর এই পৌরসভার দখল চলে যায় স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীল শক্তির হাতে। আর তার পর থেকে গত ৪৭ বছরে কখনই এই পৌরসভায় দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান অথবা মেয়র প্রার্থী জয়ী হয়নি।

জামায়াত প্রভাবিত বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এবারের নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামায়াত প্রত্যক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান ৪৭৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১৫৭৯ ভোট ও বিএনপি সমর্থিত নজরুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১২২৬২ ভোট । এছাডাও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল জগ পেয়েছে ২০৫৮ ভোট। ইভিএমে এই পৌর ভোট অনুষ্ঠিত হলেও আজ সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থী ও বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচনের নানান অনিয়মের অভিযোগ তুলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন