News71.com
 Bangladesh
 21 Dec 21, 12:29 PM
 637           
 0
 21 Dec 21, 12:29 PM

র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিলের হুঁশিয়ারি দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন॥

র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিলের হুঁশিয়ারি দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন॥

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার (২১ ডিসেম্বর)। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যদি নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ উঠে এবং তা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে প্রক্টরিয়াল বডি সব সময় তৎপর রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পাসে মাইকিং করা হয়েছে। র‌্যাগিং বন্ধে প্রশাসন ইতোমধ্যে সব ধরনের সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। যদি র‌্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটে এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বহিষ্কার করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন