News71.com
 Bangladesh
 07 Feb 22, 11:13 AM
 389           
 0
 07 Feb 22, 11:13 AM

৭ দিনের মধ্যে রাজশাহীর সব সাইনবোর্ডে বাংলা লেখার নির্দেশ॥

৭ দিনের মধ্যে রাজশাহীর সব সাইনবোর্ডে বাংলা লেখার নির্দেশ॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর এলাকায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখার জন্য সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামী ৭ দিনের মধ্যে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) রাসিকের রাজস্ব বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে এই চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ বছর আগেই বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশনা এত দিনেও বাস্তবায়িত হয়নি। এখন থেকে কোনো প্রতিষ্ঠান তার সাইনবোর্ড ইংরেজিতে লিখলেও পাশে বাংলায় লিখতে হবে। রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হবেন। রাস্তার পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়বে, সে প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন