News71.com
 Bangladesh
 19 Feb 22, 12:32 PM
 420           
 0
 19 Feb 22, 12:32 PM

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু।।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। তবে করোনা শনাক্তের হার ৫ শতাংশে নেমে এসেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তারা করোনা ইউনিটের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন নাটোর ও একজন পাবনা জেলার বাসিন্দা। একজন নারী ও একজন পুরুষ। তারা দুজনই ষাটোর্ধ্ব বয়সের ছিলেন বলেও জানান পরিচালক। এছাড়া হাসপাতালের করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪৩ জন রোগী। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন ৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন