News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:58 PM
 429           
 0
 21 Feb 22, 02:58 PM

রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু।।

রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এছাড়াও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি নাটোর জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের একজন রাজশাহীর ও দু'জন নওগাঁ জেলার বাসিন্দা। মৃতদের ১ জন পুরুষ ও ৩ জন নারী। মারা যাওয়া পুরুষের বয়স ৫০ বছরের মধ্যে। নারীদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও অপরজন ষাটোর্ধ।

তিনি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৩৮ জন। এর মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁ ১০ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার ১ জন, সিরাজগঞ্জের ১ জন ও ঝিনাইদহের ১ জন রোগী রয়েছেন। এর মধ্যে করোনা আকাশে রোগী রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। এছাড়া করোনা নেগেটিভ রোগী রয়েছেন ৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন