News71.com
 Bangladesh
 26 Feb 22, 07:15 PM
 418           
 0
 26 Feb 22, 07:15 PM

ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা দিলেন রাজশাহীর সিটি মেয়র লিটন॥

ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা দিলেন রাজশাহীর সিটি মেয়র লিটন॥


নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা দিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা।

এই উপলক্ষে আসা ভারতের মন্ত্রী, অভিনেতা, কবি, শিল্পী, সাংবাদিকসহ মোট ৩৬ জন অতিথিকে বর্ণাঢ্য আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয়, ক্রেস্ট ও প্রীতি উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন রাসিক মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন