নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ এলাকায় ফোম ও বোর্ডের গুদামে আগুন লেগে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ফোম, পারটেক্স বোর্ড ও গুদামের বিভিন্ন মালামাল রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে শুরু করলে যুক্ত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস, বিমানবন্দর ফায়ার সার্ভিস ও মহানগর-উত্তর (কাশিয়াডাঙ্গা) ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আগুন নেভানোর পর দুপুর পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলে ক্ষতিগ্রস্ত ওই গুদামে। তবে আবাসিক ভবনগুলোতে ছড়াতে পারেনি আগুন। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আবাসিক ভবনে বসবাসরত বাসিন্দারা।