News71.com
 Bangladesh
 18 Mar 22, 07:51 PM
 404           
 0
 18 Mar 22, 07:51 PM

রামেকে’র করোনা ইউনিটে আরও ২ মৃত্যু॥

রামেকে’র করোনা ইউনিটে আরও ২ মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। তবে করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় দু’জন নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই আইসিইউতে ছিলেন। তাদের এক জনের বয়স ৬১ বছরের ওপরে। অপর জনের বয়স ৪০ বছরের মধ্যে। তারা রাজশাহী জেলার অধিবাসী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে থাকা ৩৪ শয্যার বিপরীতে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে করোনা রোগী রয়েছেন ২ জন। সন্দেহভাজন করোনা রোগী আছেন ৬ জন। করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি আছেন আরও ২ জন। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন একজন। এদিকে, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যল কলেজে আরটি-পিসিআর ল্যাবে জেলার ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এক জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন