News71.com
 Bangladesh
 10 Apr 22, 11:15 AM
 562           
 0
 10 Apr 22, 11:15 AM

রাজশাহীতে ঘুষ নেওয়ার অভিযোগে ২পুলিশ কর্মকর্তা ক্লোজড॥

রাজশাহীতে ঘুষ নেওয়ার অভিযোগে ২পুলিশ কর্মকর্তা ক্লোজড॥

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোরে ঘুষকাণ্ডে দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।তারা দুইজন উপজেলার মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাদের প্রত্যাহার করে শনিবার (৯ এপ্রিল) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার (৮ এপ্রিল) রাতে রাজশাহী পুলিশ সুপার তাদের ক্লোজড করার নির্দেশ দেন বলে জানিয়েছেন তানোর উপজেলার মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাসুদ রানা।

এরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাজুল ইসলাম। তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। এজন্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি)। এর আগে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে হামদুল নামে এক ব্যক্তি সরকারি খাস জমির ওপরে ব্যক্তি মালিকানাধীন সাবমার্সেবল পাম্প বসানোর চেষ্টা করেন। গ্রামবাসীরা তাতে বাধা দেয় এবং মুণ্ডুমালা পৌর মেয়র এর কাছে একই জায়গায় বড় পাম্প বসানোর দাবি করেন। এতে করে পুরো গ্রামবাসীর খাওয়ার পানির ব্যবস্থা হবে। মেয়র সাইদুর রহমান গ্রামবাসীর পক্ষে মত দিয়ে পাম্প বসানোর প্রতিশ্রুতি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন