News71.com
 Bangladesh
 13 Apr 22, 06:30 PM
 449           
 0
 13 Apr 22, 06:30 PM

রাজশাহী থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে॥

রাজশাহী থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে॥

 নিউজ ডেস্কঃ রাজশাহী থেকে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে প্রথমেই ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস। ওই ট্রেনে সকালের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের অপেক্ষমাণ যাত্রীদেরও তুলে নেওয়া হয়। এরপর স্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেন এক এক করে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে রাশাহীর সঙ্গে রেলপথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়েছে।   এর আগে বুধবার সকাল ৬টা থেকে হঠাৎ করে রাজশাহী থেকে ঢাকাসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকালে বনলতা, সিল্কসিটি, সাগরদাঁড়ি ও মধুমতি এক্সপ্রেসসহ সব আন্তঃনগর, কমিউটর ও মালবাহী ট্রেন চলাচল পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ ছিল। এতে নির্ধারিত সময়ে রেলওয়ে স্টেশনে এসে সীমাহীন দুর্ভোগে পড়েন পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীরা। অনেকে টিকেট ফেরত দিয়ে বিকল্প হিসেবে বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। ভিড় থাকায় অনেকে আবার টিকেটের  মূল্য তাৎক্ষণিকভাবে ফেরত পাননি। তদেরকে পরে আসার কথা বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন