News71.com
 Bangladesh
 07 May 22, 10:30 AM
 546           
 0
 07 May 22, 10:30 AM

নওগাঁর ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত ।।

নওগাঁর ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত ।।

নিউজ ডেস্কঃ নওগাঁর ঐতিহাসিক স্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। শুক্রবার (৬ মে) দিনব্যাপী ওইসব স্থান পরিদর্শন করেন তিনি। সফরের শুরুতেই তিনি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এ সময় বিহারটির ছোট ছোট স্থাপনা এবং বৌদ্ধ ভিক্ষু কক্ষ, টেরাকোটাসহ সার্বিক ইতিহাস সম্পর্কে অবহিত হন তিনি। রাষ্ট্রদূত আইটিও নাওকিকে এসব স্থাপনা ঘুরিয়ে দেখান বিহারটির কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু।

 এরপর বিকেলে নওগাঁ জেলা পুলিশের শপিংমল পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। তাকে শপিংমল ঘুরিয়ে দেখান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জাপানের রাষ্ট্রদূত। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি বাংলাদেশের অন্যতম একটি শপিংমল। মানুষের নিরাপত্তার পাশাপাশি এমন একটি শপিংমল তৈরি করা পুলিশের অভূতপূর্ব উদ্যোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন