নিউজ ডেস্কঃ রফিকুল ইসলাম রাশিকুল (২৯)। নিজেকে পরিচয় দিতেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে। আদতে, তার এ পরিচয় ভুয়া। তিনি রেলপথ মন্ত্রণালয়ের কর্মী নন। রাজশাহী পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
রোববার (২২ মে) রাতে আটকের পর তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৩ মে) বিকেলে রফিকুলকে আদালতে তোলা হয়। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। জানা গেছে, উপ-সচিব পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতে গিয়ে গোয়েন্দা শাখার হাতে ধরা পড়েন রফিকুল। তিনি নাটোরের নলডাঙ্গা থানার বাঁশিলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমির হোসেন। রোববার রাতে রাজশাহী মহানগরীর রেল-গেট এলাকার লক্ষ্মীপুর সিঅ্যান্ডবি মোড়ের এলজি শো-রুম থেকে প্রথমে আটক হন তিনি। সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।