নিউজ ডেস্কঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী-দুপচাচিয়া সড়কের বাসতা নামক এলাকায় মুরগি বহনকারী পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদুল ইসলাম (৩০) ও শ্যামল কর্মকার (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ডেকোরেটর ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মৃত মদন কর্মকারের ছেলে দর্জি শ্যামল কর্মকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন আকন্দ জানান, ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে সাজ্জাদুল ও শ্যামল শিবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাশতা নামক এলাকায় দুপচাচিয়াগামী মুরগি বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রাস্তার পাশে খড়ের পালায় ছিটকে পড়েন এবং দুই যাত্রী সাজ্জাদুল ও শ্যামল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ৯টা ও সাড়ে ৯টায় চিকিৎসক ওই দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।