News71.com
 Bangladesh
 12 Jun 22, 11:03 PM
 1419           
 0
 12 Jun 22, 11:03 PM

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে সোমবার।।

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে সোমবার।।

নিউজ ডেস্কঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের উদ্যোগে আগামীকাল সোমবার (১৩ জুন) থেকে চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে এ ট্রেন চলাচল করবে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সোমবার বিকেল ৪টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। রাজশাহী থেকে আম নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে রাজধানী ঢাকার উদ্দেশে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। অসীম কুমার বলেন, সোমবার বিকেলে ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু হবে। তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। স্থানীয় সংসদ সদস্য এবং ব্যবসায়ীরা থাকবেন। তাদেরকে নিয়েই অনাড়ম্বরভাবে ট্রেনটির যাত্রা শুরু করা হবে। রাজশাহী থেকে আম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এরপর শিডিউল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে। পরে চাহিদা বুঝে নির্ধারণ করা হবে, চলতি আমের মৌসুমে কতদিন এ ট্রেন চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন