News71.com
 Bangladesh
 14 Jun 22, 07:09 PM
 1764           
 0
 14 Jun 22, 07:09 PM

দেশেই গড়ে তোলা হবে স্বর্ণপার্ক।।বাজুস 

দেশেই গড়ে তোলা হবে স্বর্ণপার্ক।।বাজুস 

নিউজ ডেস্কঃ বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশেই স্বর্ণপার্ক স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতৃবৃন্দ।  মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পাবনা শহরের স্বর্ণ পট্টিতে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হল রুমে বাজুস পাবনা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। 

স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে করা এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সাবেক সভাপতি, চেয়ারম্যান ও জেলা পর্যবেক্ষক ডা. দিলীপ কুমার রায় বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশবরেণ্য ব্যবসায়ী সায়েম সোবহান আনভীরের নির্দেশে সারাদেশের জুয়েলার্স ব্যবসায়ীদের এক কাতারে নিয়ে আসতে কাজ করা হচ্ছে। বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশেই স্বর্ণপার্ক স্থাপন করা হবে। সেখানে আধুনিক ও সময়োপযোগী প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সারাদেশের স্বর্ণের কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হবে। ক্রেতারা যাতে প্রতারিত না হন, সেজন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মেনে সঠিক স্বর্ণ বিক্রি করতে হবে। শুধু স্বর্ণ নয়, ডায়মন্ডসহ সব জুয়েলারি যাতে ক্রেতা নির্ভরতার সঙ্গে কিনতে পারেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। ভেজাল ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাই সরকারের দেওয়া দিকনির্দেশনা আমাদের মেনে চলতে হবে। সব জেলা-উপজেলার স্থবির ও মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দ্রুত নতুন কমিটি গঠন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন