নিউজ ডেস্কঃ এক সপ্তাহ পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩০ মিটার। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার কম (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২২ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)। চলতি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি কমতে শুরু করেছে। ইতোমধ্যে বিপৎসীমার নিচে নেমে গেছে। কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। আগামী এক সপ্তাহে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই।