News71.com
 Bangladesh
 28 Jun 22, 09:53 AM
 1486           
 0
 28 Jun 22, 09:53 AM

চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন ,গরুপ্রতি খরচ ৫৯১ টাকা ।।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন  ,গরুপ্রতি খরচ ৫৯১ টাকা ।।

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু খামারিদের ভোগান্তি কমিয়ে, স্বল্প খরচে প্রান্তিক খামারির পশু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের ৪ দিন আগে (মঙ্গলবার ৫ জুলাই) থেকে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেনে গবাদীপশু পরিবহন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প্রতিটি ওয়াগনে ভাড়া পড়বে ১১ হাজার ৮৯০ টাকা। সেই ক্ষেত্রে গরু প্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।সোমবার (২৭ জুন) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক সূত্রে জানা যায়, কোরবানির ঈদের আগে ট্রাকে করে গরু পরিবহন করে ঢাকা যেতে প্রায় ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। ট্রাক থেকে গরুগুলো নামাতে কষ্ট, ট্রেনে সহজেই ওঠানো-নামানো যায়। ক্যাটল ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকা গিয়ে পৌঁছাবে। যানজটের কোনো সমস্যা থাকবে না। তীব্র গরমে পশুগুলো যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য পশুভর্তি ট্রেনটি রাতে চলাচল করবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন