News71.com
 Bangladesh
 16 Jul 22, 06:07 PM
 1476           
 0
 16 Jul 22, 06:07 PM

মাদকসেবী-কারবারিকে সামাজিকভাবে বয়কট করুন।।খাদ্যমন্ত্রী

মাদকসেবী-কারবারিকে সামাজিকভাবে বয়কট করুন।।খাদ্যমন্ত্রী

মাদকসেবী ও কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ভোট ধরে রাখতে অনেকেই মাদক কারবারিদের সঙ্গে আপস করেন কিংবা না দেখার ভান করেন। ভোট কমে যাবে এই চিন্তা বাদ দিয়ে প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহাররোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে, গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  এখন মাদক কারবারিরা অনেক নতুন ধরনের মাদক সমাজ ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভয়াল মাদক যুব সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন